বাজারে ইলিশের আড়ত গুলো বন্ধ রয়েছে। ক্রেতা সমাগম তুলনামূলক কম। ইলিশ কিংবা নদীর মাছ না থাকলেও সরবরাহ রয়েছে চাষের মাছের। তবে ইলিশ না থাকায় তাও বিক্রি হচ্ছে বাড়তি দামে।
সপ্তাহ ব্যবধানে আকার ও প্রকারভেদে ১০-২০ টাকা বেড়ে চিংড়ি ৭০০-৯০০, রূপচাঁদা ১২০০-১৮০০, কোরাল ৮৫০ -১১০০, পাবদা ৩৩০-৩৫০, কাতল ৩৮০ -৪০০, রুই ৩৫০-৩৭০, চেলা ২২০, শিং ২৬০-৩০০, তেলাপিয়া ২৩০, সুরমা ২২০, আইর ১৮০০, পোয়া ৩৫০-৪০০, ও পাঙ্গাশ ১৭০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের দাম বাড়তি থাকায় বাজার করতে এসে বিপাকে পড়ছেন ক্রেতারা।